সিলেট

সিলেটে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

সিলেট, ০৯ এপ্রিল – সিলেটে একদিনে করোনাভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে আজ। আজ সিলেটের দুই ল্যাবে আরও ১৮৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন : শায়েস্তাগঞ্জে ডাকাতসহ গ্রেফতার ২

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, শুক্রবার ওসমানীর ল্যাবে ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ড. হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের সিলেট জেলার ১০১ জন, মৌলভীবাজার জেলার ৩৩ জন, সুনামগঞ্জের ৪ জন ও হবিগঞ্জ জেলার ১০ জন বলেও জানান তিনি।

সূত্র : সিলেটভিউ২৪
এন এইচ, ০৯ এপ্রিল

Back to top button