জানা-অজানা

প্রতি ১৭ ঘণ্টায় বেড়েছে একজন ধনকুবের

গত বছর প্রায় প্রতি ১৭ ঘণ্টায় একজন করে ধনকুবের বেড়ে বিশ্বের তালিকায় ৪৯৩ জন নতুন বিলিওনেয়ার যুক্ত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস।

ফোর্বসের সর্বশেষ বার্ষিক ধনীর তালিকা অনুযায়ী প্রতি ১৭ ঘণ্টায় একজন করে বেড়েছে ধনি মানুষের সংখ্যা। এদিকে প্রকাশিত নতুন তালিকায় দেখা যায় বিশ্বের যে কোনো শহরের চেয়ে এখন চীনের রাজধানী বেইজিংয়ে বেশি বিলিওনেয়ার আছেন। গত বছর বেইজিংয়ে ৩৩ জন বিলিওনেয়ার বাড়ায় শহরটিতে এখন ১০০ জন ধনকুবের আছেন বলে সাময়িকীটি জানায়।

আরও পড়ুন : বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ছাড়াল

এর ফলে গত সাত বছর ধরে তালিকার শীর্ষে থাকা নিউ ইয়র্ক অল্পের জন্য পিছিয়ে পড়েছে। নিউ ইয়র্কে ৯৯ জন বিলিওনেয়ার আছেন। তবে বেইজিং নিউ ইয়র্কের চেয়ে বিলিওনেয়ারের সংখ্যায় এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের শহরটির ধনকুবেরদের মোট সম্পদের পরিমাণ চীনের রাজধানীর ধনকুবেরদের চেয়ে এখনও ৮০ বিলিয়ন ডলার বেশি।

এন এইচ, ০৯ এপ্রিল

Back to top button