বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন
ঢাকা, ০৮ এপ্রিল – টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৮ এপ্রিল) ওয়ালটন জানায়, শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সিরিজটির সত্ত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে গত সোমবার চুক্তি হয় ওয়ালটনের।
আরও পড়ুন : দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় জ্যোতিদের
এবারের শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে টাইগাররা। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।
বাংলাদেশ শ্রীলঙ্কায় সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে সিরিজের প্রথম টেস্টে হারলেও পরের টেস্টে জয় তুলে নেয় সফরকারিরা, যেটি ছিলো আবার বাংলাদেশের শততম টেস্ট।
সূত্র : পূর্বপশ্চিমবিডি
এন এইচ, ০৮ এপ্রিল