করোনা মোকাবিলায় ১২ সিটি করপোরেশন পেল ১০ কোটি টাকা
ঢাকা, ০৭ এপ্রিল – করোনা ভাইরাস ( কোভিড-১৯) মোকাবিলায় বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য রাজধানী ঢাকার দুইসিটিসহ ১২ সিটি করপোরেশনকে ১০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ের মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাজনাব হায়দার আলী এতথ্য জানান। এর আগে গত বছরের অক্টোবরে ১২ সিটি করপোরেশনকে সুরক্ষা সামগ্রী বিতরণে ১২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।
আরও পড়ুন : আজ থেকে রাস্তায় চলবে গণপরিবহন
বরাদ্ধকৃত অর্থের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১ কোটি ৪০ লাখ টাকা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১ কোটি ৪০ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন ১ কোটি ২০ লাখ টাকা, গাজীপুর সিটি করপোরেশন ৮০ লাখ টাকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮০ লাখ টাকা, কুমিল্লা সিটি করপোরেশন ৮০ লাখ টাকা, খুলনা সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, রাজশাহী সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, বরিশাল সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, সিলেট সিটি করপোরেশন ৬০ লাখ টাকা, রংপুর সিটি করপোরেশন ৬০ লাখ টাকা , ময়মনসিংহ সিটি করপোরেশন ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ অর্থ ব্যবহারের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে-
অর্থ ব্যয়ের ক্ষেত্রে দ্যা পাবলিক প্রক্যুরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং দ্যা পাবলিক প্রক্যুরমেন্ট রুলস-২০০৮ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে।
অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। পরবর্তী কিস্তির অর্থছাড়ের আগে বর্তমানে ছাড়কৃত অর্থের ব্যয় বিবরণী পাঠাতে হবে।
এছাড়া নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ব্যতীত অন্য কোনো কাজে এ টাকা ব্যয় করা যাবে না।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৭ এপ্রিল