ফেনী

প্রাইভেটকারে ৫ কোটি টাকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ফেনী, ০৬ এপ্রিল – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে ১ লাখ ৭ হাজার ৭শ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। সোমবার বিকেলে মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের রামপুর রাস্তার মাথায় সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে লাগেজ ও বস্তা মোড়ানো অবস্থায় ১ লাখ ৭ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারের ঘটনায় জড়িত সন্দেহে প্রাইভেটকারে থাকা ওবায়দুর রহমান ও তার স্ত্রী ববি আক্তার এবং মোহাম্মদ কাইফ নামের তিন ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন : ফেনীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

আটক ওবায়দুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। ববি আক্তার তার স্ত্রী ও কায়েফ কক্সবাজারের নোমানীয়া চরা এলাকার মৃত হোসেন আহম্মদের ছেলে।

ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৫ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় র‌্যাব সদস্য নজরুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, তিন আসামিসহ জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া শেষ করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৬ এপ্রিল

Back to top button