স্পিকার, বিরোধী দলীয় নেতা ও উপনেতাকে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা
ঢাকা, ০৫ এপ্রিল – প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা ও উপনেতাকে বাংলা নববর্ষ-১৪২৮ এর শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন : উন্নয়নের জন্য শান্তি আবশ্যক: প্রধানমন্ত্রী
আজ সোমবার প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল অফিসার মো. আবু জাফর রাজু গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিরোধী দলীয় উপনেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের কার্যালয়ে এই শুভেচ্ছা পৌঁছে দেন।
দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
এতে আরও বলা হয়, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট মো. আবু তৈয়ব শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
সূত্র : এনটিভি
এন এইচ, ০৫ এপ্রিল