ক্রিকেট

আইপিএলের আগে ব্যাঙ্গালোর শিবিরে করোনার হানা

মুম্বাই, ০৫ এপ্রিল – করোনা মহামারির কারণে গতবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার আর সেটি হচ্ছে না, আইপিএল ফিরেছে ঘরের মাঠে। তবে করোনাকে সঙ্গে নিয়ে।

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৪তম আসর। তবে আসর শুরুর ঠিক আগ মুহূর্তে করোনা উপস্থিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু শিবিরে। কোভিড পজিটিভ হয়েছেন দলটির ওপেনার দেবদূত পাডিকাল। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ক্রিকেটারদের পর ৮ মাঠকর্মী করোনা আক্রান্ত, শঙ্কায় আইপিএল

কোভিড পজিটিভ হওয়ায় পাডিকালকে রাখা হয়েছে হোটেল কক্ষে আইসোলেশনে। এরপর দুইবার পরীক্ষায় কোভিড নেগেটিভ হলে যোগ দিতে পারবেন দলের সঙ্গে অনুশীলনে।

দলটি আরও জানিয়েছে, কোভিড আক্রান্ত হলেও সুস্থ রয়েছেন পাডিকাল। গতবারের আসরে আইপিএলে অভিষেক হয় এই ব্যাটসম্যানের।

প্রথম আসরেই দেখিয়েছিলেন চমক। ১৫ ম্যাচে ৪৭৩ রান করে হয়েছিলেন ব্যাঙ্গালুরুর সর্বোচ্চ রান-সংগ্রাহকও।

সূত্র : আরটিভি
এন এইচ, ০৫ এপ্রিল

Back to top button