অন্যান্য

লকডাউনেও চলবে বাংলাদেশ গেমস

ঢাকা, ০৫ এপ্রিল – বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা রোববার বলেছেন, সোমবার থেকে শুরু হওয়া দেশব্যাপী লকডাউন চলাকালীন চলমান বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস নির্ধারিত অনুযায়ী চলবে। আমরা স্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করে গেমসের অবশিষ্ট ইভেন্টগুলি শেষ করার চেষ্টা করছি। রেজা রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার সফর শেষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।

আরও পড়ুন : বঙ্গবন্ধু গেমসে অ্যাথলেটিকসে ১১টি সোনা জিতে এগিয়ে নৌবাহিনী

বিওএ সেক্রেটারি জেনারেল বলেছেন, সরকার অবশ্যই বিষয়টি সম্পর্কে জানে এবং তারা এই বিষয়ে সরকারের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবে বলে আশাবাদী, কারণ বিওএ সবার সাথে আলোচনা করেছে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে গেমস অব্যাহত রাখা যেতে পারে।

সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাংলাদেশে গেমস তার নিজস্ব ধারাবাহিতকায় চলবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৫ এপ্রিল

Back to top button