জাতীয়

লকডাউনের নির্দেশনা পালনে কঠোর হবে পুলিশ

ঢাকা, ০৪ এপ্রিল – করোনাভাইরাসের সংক্রমণ কমাতে সোমবার থেকে সারা দেশে লকডাউন দিচ্ছে সরকার। রাজধানীতে এই লকডাউন কার্যকরে কঠোর থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘আমরা মাঠে থেকে লকডাউন কার্যকর করব এবং কঠোরভাবে কার্যকর করব। অনেক আর্থিক ক্ষতি হবে জেনেও সরকার লকডাউনের মতো সিদ্ধান্ত নিল। কার্যকর না করে উপায় আছে? সুতরাং পুলিশ করোনারোধে কঠোর হবে। এজন্য জনসাধারণ যেন আমাদের সহযোগিতা করেন, সেই আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন : ‘আমি কখনো বিতর্কে জড়াতে চাই না, আমার সঙ্গে হয়ে যায়’

এদিকে শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত বছর কোনো অভিজ্ঞতা ছাড়াই পুলিশ মাঠে থেকে কাজ করেছে। গতবারের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি বিধি লঙ্ঘনে ছাড় দেবে না। গত বছর লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে ঢাকা ছেড়েছিল। তবে এবার তা হতে দেওয়া হবে না। কোভিড-১৯-এর নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে থেকে কাজ করবে।’

গত বছরের লকডাউন পর্যালোচনা করে অভিজ্ঞতা বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা করার জন্য রোববার পুলিশ এ বিষয়ে একটি সভা করবে বলেও জানান ডিএমপি কমিশনার।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ০৪ এপ্রিল

Back to top button