জাতীয়

অন্যের স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার পর নিজের স্ত্রীকে যা বললেন মামুনুল (ভিডিও সংযুক্ত)

নারায়ণগঞ্জ, ০৩ এপ্রিল – মামুনুলের সাথে আটককৃত নারী জনৈক জাফর শহিদুল্লার স্ত্রী। অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে রং তামসাও ইসলামে জায়েজ বলে মামুনুলরা ফতোয়া দিচ্ছেন। এই মামুনুল হক আজ নারায়নগঞ্জের একটি রিসোর্টে ফুর্তি করতে গিয়েছিলেন এক নারীকে নিয়ে।

সেখানে স্থানীয় জনগণ তাকে আটক করে এবং পুলিশ ডাকে। তখন পুলিশের কাছে আল্লাহর কসম খেয়ে মামুনুল বলেন এটি তার বিবাহিত স্ত্রী। এটি নিজের দ্বিতীয় স্ত্রী বলেও মামুনুল দাবি করেন। তার কাছে কাবিননামা দেখতে চাইলে মামুনুল সেসময় বলেছিলেন, শরীয়ত মোতাবেক বিয়ে করেছেন তিনি। তবে পরে তার স্ত্রীকে জানালেন ঐ নারী তার স্ত্রী না।

আরও পড়ুন : নারী বললেন নাম ‘জান্নাত’, মামুনুলের দাবি ‘আমিনা’

ইসলামের নামে যারা ভণ্ডামি করে, যারা জনগণকে উস্কানি দেয় এবং স্বাধীনতা বিরোধী তৎপরতালিত হয় এরা যে প্রতি পদে পদে মিথ্যাচার করে এটি তার এক বড় প্রমাণ।

সেখানে জনতা তাকে আটক করে তাকে পুলিশের হাতে সোপর্দ করে কিন্তু হেফাজতের কর্মীরা রিসোর্ট ভাংচুর ঘেরাও করে রীতিমত ডাকাতি করে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়।

এরপর বের হওয়ার পরে মামুনুল তার স্ত্রীর সাথে যে কথোপকথন হয়েছে তা শুনুন…

এন এ/ ০৩ এপ্রিল

Back to top button