জাতীয়
সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ
ঢাকা, ০৩ এপ্রিল – করোনা পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় সোমবার (৩ এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। লকডাউনে মালবাহী ছাড়া যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। শনিবার (৩ এপ্রিল) বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন : ভ্যাকসিন নিলেন সাড়ে ৫৪ লাখের বেশি মানুষ
গোলাম সাদেক বলেন, লকডাউনের কারণে সোমবার সকাল ৬টা থেকে সারাদেশের সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে মালবাহী জাহাজ চলাচল করবে।
এর আগে সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মহামারি সামাল দিতে আবারও ‘লকডাউনের’ ঘোষণা আসছে। তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সূত্র : পূর্বপশ্চিমবিডি
এন এইচ, ০৩ এপ্রিল