ইউরোপ

ইতালিতে ফের লকডাউন

রোম, ০৩ এপ্রিল – করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইস্টারের ছুটির তিন দিন কঠোর লকডাউন ঘোষণা করেছে ইতালি। শনিবার খবরে বলা হয়, ইতালির সব অঞ্চল এখন ‘রেড জোনে’আছে।

দেশটিতে মহামারির তৃতীয় ঢেউ চলছে। প্রতিদিন করোনায় আক্রান্ত প্রায় ২০ হাজার জনকে শনাক্ত করা হচ্ছে। দেশটিতে ইস্টার উৎসবের ছুটিকে ঘিরে জনসমাগম ঠেকাতে তিন দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ।

আরও পড়ুন : কড়াকড়ি বাড়ছে ফ্রান্সে, বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

ইস্টার উপলক্ষে বাড়ির ভেতরে সর্বোচ্চ দুই জন অতিথিকে আমন্ত্রণ জানানোর অনুমতি দেয়া হয়েছে। গির্জাগুলোও খোলা থাকবে। তবে, সবাইকে নিজ এলাকার প্রার্থনায় উপস্থিত থাকতে বলা হচ্ছে।

গতবারের মতো এ বছরও জনশূন্য সেন্ট পিটার্স স্কয়ারে ইস্টার বার্তা দেবেন পোপ ফ্রান্সিস। গত বছর মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে কোভিড-১৯ এ এক লাখ ১০ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে এবং করোনায় আক্রান্ত ৩৬ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ শনাক্ত হয়েছেন। গত ১ এপ্রিল ইতালিতে নতুন ২৩ হাজার ৬৩৪ জন আক্রান্ত ও ৫০১ জন মারা গেছেন। কঠোর লকডাউনের নিয়ম প্রয়োগের লক্ষ্যে দেশব্যাপী ৭০ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। সাপ্তাহিক ছুটির পরেও কয়েকটি অঞ্চলে মাসের শেষ পর্যন্ত ‘অরেঞ্জ জোন’ বা ‘রেড জোন’র বিধিনিষেধ বহাল থাকবে।

গত মাস থেকে ইউরোপজুড়ে আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ১ এপ্রিল ইউরোপে ভ্যাকসিন কর্মসূচি অপ্রত্যাশিত ধীরগতিতে চলছে বলে সমালোচনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, এই অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণের ঢেউ আশঙ্কাজনক।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ০৩ এপ্রিল

Back to top button