চট্টগ্রাম
করোনায় চট্টগ্রামে জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু
চট্টগ্রাম, ০২ এপ্রিল – চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন : ভারত বাংলাদেশের বন্ধু নয়, চরম শত্রু রাষ্ট্র
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৫ মার্চ সর্দি-জ্বর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যান আতাউর রহমান। পরে ২৯ মার্চ তার করোনা পজিটিভ আসে।
তিনি আরও জানান, প্রথমে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে রাতে তিনি মারা যান।
সূত্র : সমকাল
এন এইচ, ০২ এপ্রিল