দক্ষিণ এশিয়া

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মন্দির ভাঙচুর

লাহোর, ৩০ মার্চ – পাকিস্তানে একটি মন্দিরে তাণ্ডব চালিয়েছে উগ্রবাদীরা। শনিবার রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে এ ঘটনা ঘটে। পাকিস্তানি সাংবাদিক মুবাশ্মির জায়িদি জানিয়েছেন, এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা হয়েছে।

বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুবাশ্মির জায়িদি এক টুইটে জানিয়েছেন, প্রায় শতাব্দী প্রাচীন মন্দিরটিতে শনিবার রাতে হামলা চালানো হয়। পুরানা কিলা এলাকায় অবস্থিত ওই মন্দিরে এখন সংস্কার কাজ চলছে। ১০ থেকে ১৫ অজ্ঞাত ব্যক্তি মন্দিরে হামলা চালায়।

আরও পড়ুন : তামিলনাড়ুতে মোদিবিরোধী বিক্ষোভ, আটক ৬০

জায়িদি জানান, হিন্দু কাউন্সিল এ ঘটনার নিন্দা জানিয়েছে। থানায় তাৎক্ষণিক মামলাও হয়েছে।

পাকিস্তান উর্দু নিউজ জানিয়েছে, মন্দিরে হামলার ঘটনায় স্থানীয় বানি থানায় মামলা হয়েছে। পরিত্যক্ত ওয়াকফ সম্পত্তি বোর্ডের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মামলাটি করেন। রাওয়ালপিন্ডি জেলা প্রশাসন মন্দিরটি সংস্কারের উদ্যোগ নিয়েছিল। রাওয়ালপিন্ডিতে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা ১৮০০।

ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক মহলে প্রায়ই সমালোচনার মুখে পড়ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান সংখ্যালঘুদের নিরাপত্তা দানে বারবার প্রতিশ্রুতি ব্যক্ত করলেও ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে, বিশেষ করে হিন্দুদের ধর্মীয় স্থাপনায় প্রায়ই উগ্রবাদীদের হামলার ঘটনা ঘটছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩০ মার্চ

Back to top button