অস্ট্রেলিয়া

নারী কেলেঙ্কারীতে ২ মন্ত্রীর ক্ষমতা কমালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ক্যানবেরা, ৩০ মার্চ – স্কট মরিসনের মন্ত্রিসভা ধর্ষণ থেকে শুরু করে নারীদের অসম্মানসহ নানা অভিযোগে জর্জরিত। এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চাপ বাড়ছিল অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর উপরে। অবশেষে নারী কেলেঙ্কারীতে মরিসন নিজের মন্ত্রিসভার স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে দুই মন্ত্রীর ক্ষমতা কমালেন।

আরও পড়ুন : বিমান ভাড়া কমিয়ে ‘অর্ধেক’ করল অস্ট্রেলিয়া

জানা গেছে, এই সিদ্ধান্তে পদাবনতি হয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ক্রিশ্চিয়ান পোর্টারের।

উল্লেখ্য, লিন্ডার বিরুদ্ধে তারই দফতরে হওয়া একটি ধর্ষণের মামলার তদন্তে গাফিলতির অভিযোগ ছিল। অভিযুক্ত ছিল তার কর্মী। কিন্তু ভিকটিমকে লিন্ডা ‘মিথ্যাবাদী গরু’ বলেছিলেন। বিষয়টি জানাজানি হতেই দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে।

সূত্র : আনন্দবাজার
এন এইচ, ৩০ মার্চ

Back to top button