সংযুক্ত মোর্চার নির্বাচনী আবেদন প্রকাশ করলেন বিমান বসু
কলকাতা, ২৪ মার্চ – সংযুক্ত মোর্চার নির্বাচনী আবেদন পত্র প্রকাশ করা হলো বুধবার। সিপিএম পার্টি অফিসে বিমান বসু, বামফ্রন্ট শরিক নেতারা ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিনিধিরা একত্রে এই আবেদন প্রকাশ করেন। এই আবেদনকে ইস্তাহার না বলে বিমান বসু আবেদন বলে ঘোষণা করেছেন। বিমান বসু এদিন বলেন, “ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট কোনও সাম্প্রদায়িক দল নয়। সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টে রয়েছে।” বিমান বসু অভিযোগ করে বলেন, “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রচার সর্বত্র হচ্ছে। বাস, ট্রেন, নৌকোতে হচ্ছে।” বিমান বসু এদিন বলেন, “সিএএ, এনারসি বাম ,কংগ্রেস ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট রুখবে। প্রদীপ ভট্টাচার্য বলেন, “সি এ এ কোনওদিন হবে না।” বিমান বসু এদিন বিজেপি-র ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ টেনে বলেন, “ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার আছে। ১০ হাজার শিক্ষকের চাকরি গেছে। ত্রিপুরা, অসম , উত্তর প্রদেশ, হারিয়ানাতে ডাবল ইঞ্জিন আছে। এইসব রাজ্যের মানুষ কী দুধে-ভাতে আছে?”
বিমান বসু এদিন বলেন, “পি কে-র বুদ্ধিতে যিনি দুর্ঘটনা ঘটিয়েছেন, সি এ এ রুখতে তিনি জ্ঞান দিচ্ছেন, তাঁর কথা আমরা শুনবো না। তিনি প্রশান্ত কিশোরের বুদ্ধিতে দুর্ঘটনা ঘটাতে গিয়ে এখন আবোলতাবোল বকছেন ।” বিমান বসু এদিন সরাসরি বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “বিজেপি টাকা দিয়ে সভায় লোক আনছে। যারা বিজেপি-র সভায় আসছে তাতে বাইরের মানুষ থাকছে। গাড়ির নম্বর প্লেট তাই বলছে।” বাংলার মে-র ব্যাখ্যা দিতে গিয়ে বিমান বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় জন্মেছেন। নন্দীগ্রামের মে তিনি নন। বাংলার মে, নন্দীগ্রামের মে মীনাক্ষী মুখার্জী। মমতা বন্দ্যোপাধ্যায় নয়।”
আরও পড়ুন : ‘আগে মহিলাদের জন্য রেল ফ্রি করে দেখাক’, ইস্তাহার নিয়ে বিজেপিকে খোঁচা অভিষেকের
মোর্চার তরফে এই সাংবাদিক সম্মেলনে বিমান বসু বলেন, “সংযুক্ত মোর্চার পক্ষ থেকে একটি আবেদন করছি। ৮ দফা নির্বাচনে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের লড়াই। আমরা বলতে চাই শ্রম আইন কর্পোরেট স্বার্থের কথা মাথায় রেখে করা হয়েছে। বড় পুঁজির টাকা বাড়ছে। করোনার সময় ২ কোটি মানুষের চাকরি চলে গেছে। বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতার ওপর আঘাত নামিয়ে এনেছে। শিক্ষা, শিল্প, সাহিত্য সব দিকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আসছে। রাজ্যের আয়ের থেকে ব্যয় বেশি। সরকারি কাজে নিয়োগ নেই, মাস্তানি, তোলাবাজি রাজ্য সরকারের হাতিয়ার। এই নির্বাচনে তাই তৃণমূলকে পরাজিত করে বিজেপিকে রুখে দিতে হবে।”
বিমান বসু বলেন, “বিজেপি ও তৃণমূল কংগ্রেস যে কুৎসিত ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই করছি । তাই কর্মসংস্থানের দাবিতে সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করুন। রাজ্যে বোমা ফেটে ও সংঘর্ষে মৃত্যুর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, কারণ তিনি এখনও মুখ্যমন্ত্রী। এদিন বিমান বসু বলেন “করোনা -র দ্বিতীয় ঝাপ্টা থেকে বাঁচতে নির্বাচনী কাজে করোনা বিধি মানতে অনুরোধ করছি। দীর্ঘ সময় ধরে নির্বাচন চলবে। রোড শো করা হচ্ছে, মিটিং হচ্ছে তাতে কেউ সুরক্ষা বিধি মানছেন না।”
সূত্র : কলকাতা২৪x৭
এন এ/ ২৪ মার্চ