পশ্চিমবঙ্গ

‘শাড়ি কেন, বারমুডা পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যাবে’, মমতাকে বেলাগাম আক্রমণ দিলীপের

কলকাতা, ২৪ মার্চ – ফের কুরুচিকর মন্তব্য শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বসলেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর পা ভাঙা নিয়ে কটাক্ষ করতে গিয়ে তাঁকে ‘‌বারমুডা’‌ পরার পরামর্শ দিলেন দিলীপ।

সম্প্রতি পুরুলিয়ার বান্দোয়ানে দলীয় প্রার্থীর হয়ে সভা করতে যান দিলীপ। দলীয় প্রার্থীর হয়ে সভা করতে গিয়ে দিলীপ তৃণমূল নেত্রীকে আক্রমণ করে বলেন, ‘‌প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পড়ে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পরতে দেখিনি। যদি পা’টা বের করে রাখতে পারেন। তাহলে শাড়ি কেন বারমুডা পরতে পারেন! তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর।’‌

আরও পড়ুন : কেউ ‘বহিরাগত’ নয়, সবাই ভারতমাতার সন্তান, কাঁথির সভায় মমতাকে জবাব মোদীর

সম্প্রতি পুরুলিয়ার বান্দোয়ানে দলীয় প্রার্থীর হয়ে সভা করতে যান দিলীপ। দলীয় প্রার্থীর হয়ে সভা করতে গিয়ে দিলীপ তৃণমূল নেত্রীকে আক্রমণ করে বলেন, ‘‌প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পড়ে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পরতে দেখিনি। যদি পা’টা বের করে রাখতে পারেন। তাহলে শাড়ি কেন বারমুডা পরতে পারেন! তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর।’‌|#+|

এবারের নির্বাচনে বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগান তুলে প্রচার শুরু করেছে তৃণমূল।বাংলার মেয়ে নিয়েও এবার বিতর্কিত মন্তব্য শোনা গেল দিলীপ ঘোষের মুখে। তিনি বলেন, ‘‌দিদি বলছেন, আমি একজন মহিলা। আমায় ভোট ভিক্ষা দিন। আমি বাংলার মেয়ে। বাংলার মেয়ে যা দুর্দশা করেছেন, আর কেউ চান না।এবার মেয়ের হাত থেকে মুক্তি চান।’‌ রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। এই প্রসঙ্গে বলতে গিয়েও ফের হুইলচেয়ারের কথা টেনে আনেন দিলীপ। তিনি বলেন, ‘দিদি বলছেন যে দুয়ারে দুয়ারে সরকার। দুয়ারে সরকার হল না। ঠেলা গাড়ির সরকার হয়ে গেল। হুইল চেয়ারের সরকার হয়ে গেল। দিদি বুঝে গিয়েছেন, জিততে পারবেন না। তাই নাটক করছেন।’

সূত্র : হিন্দুস্থান টাইমস
এন এ/ ২৪ মার্চ

Back to top button