
চট্টগ্রাম, ১৫ মার্চ – চট্টগ্রামের কোতোয়ালী নিউ মার্কেট এলাকায় বিভিন্ন দোকান মালিক ও স্বর্ণ ব্যবসায়ীদেরকে টার্গেট করে ফোন নম্বর সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীদের সর্বস্ব করছেন এমন একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, পম্পি বনিক (২১), বিকাশ রায় (১৯) এবং রাজেশ দাশ (১৯)।
শনিবার (১৩ মার্চ) রাতে ১৬ নম্বর বদরপাতি লেইন শাহবাগ মার্কেটে অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।
জানা যায়, এই চক্রটি প্রথমে সংশ্লিষ্ট এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের নাম্বার সংগ্রহ করে পরে সংগ্রহকৃত নাম্বরে নারীদের দিয়ে সুমধুর কণ্ঠে ফোন করে ব্যবসায়ীর সঙ্গে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে তারা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নানা কৌশল কিংবা স্বর্ণ তৈরি করার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে আনে স্বর্ণ ব্যবসায়ীদের।পরে এই চক্রের অন্য সদস্যের সহযোগিতায় স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে করেন অশোভন আচরণ। এক পর্যায়ে নারী সদস্যকে দিয়ে নগ্ন ছবিও তোলা হয় ওই ব্যবসায়ীর সঙ্গে। আর এসব ছবি ফেসবুকে ছড়িয়ে দেবে বলে ব্ল্যাকমেইল করে বড় অংকের চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদা আদায় হলেই ছেড়ে দেয়া হয় ওই ব্যবসায়ীকে।
আরও পড়ুন : আল জাজিরার প্রতিবেদন অনলাইন থেকে সরাতে রায় প্রকাশ
কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, তপন কুমার ধর (৫৮) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে ফোন করে তারা আত্মীয়ের পরিচয়ে মোবাইল করে সখ্যতা গড়ে তোলে। পরে এক জোড়া কানের দুল তৈরির প্রলোভনে তাকে বাড়িতে ডেকে এনে পরনের শার্ট ও গেঞ্জি জোর করে খুলে ওই নারীর সাথে অশ্লীল ছবি তুলে ব্লাকমেইল করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে সে তাদের দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মুত্যর ভয় দেখিয়ে সবাই মিলে তার ২ ভরি ৭ আনা ওজনের স্বর্ণের গলার চেইন ও পাথরসহ ১৪ আনা ওজনের স্বর্ণের আংটিসহ সর্বমোট ৩ ভরি ৫ আনা ওজনের এক লক্ষ নব্বই হাজার টাকার স্বর্ণালঙ্কার ও পকেটে থাকা ১৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে তার দেয়া অভিযোগের ভিত্তিতে এদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ১৫ মার্চ









