পাটগ্রামে মোটরসাইকেলসহ ৫ চোর আটক
লালমনিরহাট, ১৫ মার্চ – লালমনিরহাটের পাটগ্রামে বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার হয়েছেন। রবিবার (১৪ মার্চ) পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্তের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জগতবেড় ইউনিয়ন ও পাটগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ জনকে আটক করেন। মোটরসাইকেল তিনটি রংপুর ও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে চুরি হয়।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : রংপুরে দোকানের দেয়াল ভেঙে ৬১ ভরি স্বর্ণ চুরি
আসামিরা হলেন পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট এলাকার নুরুজ্জামানের ছেলে মেহেদী হাসান মোহন (২০), একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা (গুরিয়াটারী) এলাকার রফিকুল ইসলামের ছেলে সেলিম আলম ওরফে মামুন (২২), পাটগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. রনি (২২), ৭ নম্বর ওয়ার্ডের রহমানপুর (আনন্দবাজার) এলাকার রবিউল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২১) ও ২ নম্বর ওয়ার্ডের সোহাগপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মাহফুজার রহমান লিটু (২২)।
পুলিশ সুপার আবিদা সুলতানা তিনটি মোটরসাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা সক্রিয় চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত, এসআই শামসুল হক, মিন্টু চন্দ্র রায়, জাহাঙ্গীর আলম, ওয়াদুদ হোসেন সরকারসহ সঙ্গীয় ফোর্স বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে পেনাল কোডের দণ্ডবিধি ৩৭৯ ধারায় মোটরসাইকেলের মালিক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা রুজু করেন। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার আটকদের আদালতে উপস্থিত করা হবে বলে জানান তিনি।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৫ মার্চ