জাতীয়

ষষ্ঠ ধাপে পৌর নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা

ঢাকা, ১৪ মার্চ – ষষ্ঠ ধাপে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ১১টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (১৩ মার্চ) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফশিলে উল্লেখিত ১১টি পৌরসভা (৬ষ্ঠ ধাপ) ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ (১ম ধাপ)-এর মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ ব্যতীত অবশিষ্ট বিভাগগুলোর ইউনিয়ন পরিষদ (নির্বাচন কমিশনের তফশিলে ঘোষিত)-এর চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেওয়া হলো ।

আরও পড়ুন : করোনায় মারা গেলেন কাস্টমস কমিশনা

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ পৌরসভায় মো গিয়াসউদ্দীন চৌধুরী, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভায় মো আসলাম, যশোর জেলার অভয়ঙ্গর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় সুশান্ত কুমার দাস, ঝালকাঠি জেলার ঝালকাঠি উপজেলার ঝালকাঠি পৌরসভায় মোহাম্মাদ লিয়াকত আলী তালুকদার, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভায় এ. এফ. এমডি. রেজা, কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভায় আলমগীর চৌধুরী, মহেশখালী পৌরসভায় মকসুদ মিয়া, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী পৌরসভায় রফিকুল ইসলাম (খোকন), নোয়াখালীর কবিরহাট উপজেলায় কবিরহাট পৌরসভায় জহিরুল হক রায়হান, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলায় লাঙ্গলকোট পৌরসভায় আব্দুল মালেক, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বোয়ালখালী পৌরসভায় জহুরুল ইসলামকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৪ মার্চ

Back to top button