রংপুর

রংপুরে দোকানের দেয়াল ভেঙে ৬১ ভরি স্বর্ণ চুরি

রংপুর, ১৩ মার্চ – রংপুরে স্বর্ণের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময়ে নগরীর বেতপট্টি মোড়ে এই চুরির ঘটনা ঘটে। দোকান থেকে ৬১ ভরি স্বর্ণ, ১০৫ ভরি রূপা ও ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের।

বেতপট্রির কালেক্টরেট শপিং কমপ্লেক্সের স্মৃতি জুয়েলার্সের মালিক বাদশা মিয়া বলেন, আজ শনিবার সকালে কর্মচারী আব্দুর রহমান দোকান খুলতে গিয়ে দেখেন সব জিনিসপত্র এলোমেলো। দোকানের ভল্ট আর ক্যাশও ভাঙা ছিল। তার চিৎকার শুনে গিয়ে দেখি চুরি করে সবকিছুই নিয়ে গেছে চোর। তার দাবি, দোকান থেকে ৬১ ভরি স্বর্ণ, ১০৫ ভরি রুপা ও ৫০ হাজার টাকা চুরি হয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে নিহত ২

প্রত্যক্ষদর্শীরা জানান, চুরি হওয়া স্মৃতি জুয়েলার্সের পাশেই রিয়াজ স্টিল নামের আরেকটি দোকান আছে যার ওপরের টিন কাটা। ধারণা করা হচ্ছে, সেখান দিয়েই চোর ভেতরে প্রবেশ করে দেয়াল ভেঙে স্মৃতি জুয়েলার্সে ঢোকে।

উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১৩ মার্চ

Back to top button