পঞ্চগড়

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে নিহত ২

পঞ্চগড়, ১২ মার্চ – পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে মুক্তারুল ইসলাম (৩০) ও আব্দুর রহমান (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন সুকুমার চন্দ্র বর্মন নামের আরেকজন।

বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১১ মার্চ) সকালে পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক ডা. আতাহার আলী সিদ্দিকি ঘটনার সত‌্যনা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : হিলিতে ৩ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

নিহত মুক্তারুল ট্রাক্টরের চালক এবং অন্যরা সহকারী। হতাহতদের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়া ডাঙ্গী উপজেলায়।

ফায়ার সার্ভিস কর্মীদের বরাত দিয়ে চিকিৎসক ডা. আতাহার আলী সিদ্দিকি জানান, শুক্রবার ভোরের দিকে তারা ট্রাক্টরে স্কেভেটার (খনন যন্ত্র) মেশিন নিয়ে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। কমলাপুর এলাকায় পৌঁছলে তাদের ট্রাক্টরটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এই তিনজনকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছানোর আগেই মুক্তারুল ইসলাম ও আব্দুর রহমানকে মৃত্যু হয়। আহত সুকুমার হাসপাতালে ভর্তি রয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১২ মার্চ

Back to top button