সিলেট

হবিগঞ্জের কটন মিলে ভয়াবহ আগুন

হবিগঞ্জ, ১৫ অক্টোবর- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সায়হাম কটন ও ফয়সল স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লেগেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন: হবিগঞ্জে পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় চার পুলিশ আহত

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। তুলার বিশাল স্তুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়েছে। তাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।

সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। রাতে আগুন লেগেছে এখনও নিয়ন্ত্রণে আসেনি। কটন মিলে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের তুলা ছিল। আগুনে তা পুড়ে গেছে বলে মনে হচ্ছে।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৫ অক্টোবর

Back to top button