আফ্রিকা

সোমালিয়া আত্মঘাতী বোমা হামলা, নিহত ২০

মোগাদিশু, ০৬ মার্চ – সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত আরও ৩০ জন। শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যার পরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে লুল ইয়েমেনি নামের এক রেস্তোরাঁর বাইরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর চারপাশ ধোঁয়ায় ভরে যায় এবং বন্দুকযুদ্ধও শুরু হয়। বিস্ফোরণের সময় রেস্তোরাঁর বাইরে একটি দ্রুতগতির গাড়ি বিস্ফোরিত হয়।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় নকল ভ্যাকসিনসহ আটক ৪

এ ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ওসমা এএফপিকে জানান, বিস্ফোরণটি বেশ জোরালো ছিল এবং এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটি আল-কায়েদা-সংযুক্ত আল শাবাব বিদ্রোহীদের দ্বারা বারবার হামলার শিকার হয়। আফ্রিকার বিভিন্ন দেশজুড়ে সহিংস বিদ্রোহ চালাচ্ছে তারা। এর আগে ২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী সমর্থিত সরকারী বাহিনী তাদের মোগাদিসু থেকে বিতাড়িত করেছিল।

সূত্র : আরটিভি
এন এইচ, ০৬ মার্চ

Back to top button