আফ্রিকা
দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, দুই পাইলটসহ নিহত ১০
জুবা, ০৩ মার্চ – দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের প্রাণহানি হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির জংলাই রাজ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এএফপি। জানা গেছে, নিহতদের মধ্যে বিমানের দুই পাইলটও রয়েছেন।
এক বিবৃতিতে গভর্নর ডিনে জোক চাগোর বলেন, পিরি এয়ারস্ট্রিপে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটের দিকে বিমান বিধ্বস্ত হয়। বিমানটি দক্ষিণ সুদানের সুপ্রিম এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান ছিল।
আরও পড়ুন : মেয়রের গাড়িতে বাসের ধাক্কা, স্ত্রী-ছেলেসহ নিহত ৩
উল্লেখ্য, এ ঘটনায় মৃতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এটি ছিল এই বিমান সংস্থাটির দ্বিতীয় কোনো বিমান দুর্ঘটনা। এর আগে ২০১৭ সালে এই এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে গেলে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়।
সূত্র : দেশে রূপান্তর
এন এ/ ০৩ মার্চ