ফুটবল

‘কখনও ফ্রি কিক অনুশীলন করেন না মেসি’

তিন বছর বার্সেলোনায় কাটিয়েছেন নেলসন সেমেদো। লিওনেল মেসিকে পেয়েছেন সতীর্থ হিসেবে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের জাদুতে মুগ্ধ হয়েছেন তিনিও। তবে ছয়বারের বিশ্বসেরা ফুটবলারের একটি সহজাত ক্ষমতায় অভিভূত পর্তুগিজ রাইট ব্যাক। মাঠে যে ফ্রি কিক দিয়ে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরান, সেটা কখনও অনুশীলন করতে দেখেননি সেমেদো।

১৬ বছরের বার্সা ক্যারিয়ারে মেসি ফ্রি কিক থেকে গোল করেছেন ৪৯টি, আর আর্জেন্টিনা জাতীয় দলে ৬টি। তাতে ডেড বল শুটিংয়ে সর্বকালের গোলদাতার তালিকায় ১১তম স্থানে আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৫৫টি ফ্রি কিক গোলে মেসি শীর্ষস্থানে থাকা সাবেক লিওঁ মিডফিল্ডার জুনিনহোর (৭৭) চেয়ে অনেক পেছনে। তবে তিনি যখন বক্সের বাইরে সেট পিচ থেকে কিক নেন, তখন প্রতিপক্ষ থাকে তটস্থ। দুরুদুরু বুক কাঁপে গোলকিপারেরও।

আরও পড়ুন : রোনালদোর আরেকটি রেকর্ড

মেসি এত নিখুঁতভাবে ফ্রি কিক নেন! অথচ এটি নিয়ে অনুশীলনে কোনও সময়ই দেন না। সাবেক সতীর্থের সঙ্গে অনুশীলনের এই অভিজ্ঞতা সবাইকে জানালেন উলভসের রাইট ব্যাক সেমেদো। এই মৌসুমের শুরুতে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবে যোগ দেওয়া ডিফেন্ডার দ্য টেলিগ্রাফকে বললেন, ‘অসাধারণ। তিনি কতটা ভালো তা বোঝানোর জন্য যথেষ্ট শব্দ সত্যিই আমার জানা নেই।’

মেসির সহজাত ক্ষমতা নিয়ে সেমেদো এরপর বললেন, ‘কী তাকে অনেক বেশি চমৎকার করে তুলেছে জানেন? আমি কখনও তাকে অনুশীলনে ফ্রি কিক নিতে দেখিনি, যতদিন আমি ছিলাম। আমি দিব্যি দিয়ে বলছি, কখনও সে এটা করেনি। আমরা সবসময় দূর থেকে শুটিং অনুশীলন করতাম কিন্তু মেসি কখনও ফ্রি কিক নিতো না। এটা ছিল তার জন্য সহজাত ক্ষমতা। অনেকে বলে যে অনুশীলন আপনাকে নিখুঁত করে তোলে, কিন্তু তার ক্ষেত্রে কোনও অনুশীলন ছাড়াই তা ছিল নিখুঁত।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৩ মার্চ

Back to top button