দিনাজপুর

অষ্টম শ্রেণি পাস ডাক্তার! অতঃপর …

দিনাজপুর, ০২ মার্চ – দিনাজপুরের হিলিতে ভুয়া ডাক্তারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং চেম্বার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-আলম এই জরিমানা করেন।

মোহাম্মদ নূর-আলম জানান, বেশ কিছুদিন ধরেই অভিযোগ ছিল হিলি বাজারের মন্ডল ফার্মেসীতে সেকেনদার আলী নামে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখেন কিন্তু সে ডাক্তার নয়, অষ্টম শ্রেণি পাস। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও তার চেম্বারটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র : কালের কন্ঠ
এন এ/ ০২ মার্চ

Back to top button