পশ্চিমবঙ্গ

‘মমতা অবৈধ বাংলাদেশিদের ফুফু, রোহিঙ্গাদের খালা’

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি – মমতা বাংলার মেয়ে নন, তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফুফু, আর রোহিঙ্গাদের খালা হন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতের পশ্চিমবঙ্গের ডানকুনিতে ‘রথযাত্রা’র সূচনা করে এভাবেই কড়া ভাষায় মমতাকে আক্রমণ করেন এই বিজেপি নেতা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ‘রথযাত্রা’ কর্মসূচির সূচনার পর মমতাকে নিয়ে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, প্রত্যেকটি থানার পুলিশ, আইবি ও সিআইডি কর্মকর্তারা বিরোধীদের ফোনে আড়ি পাতছে। এই প্রশাসনের খোলনলচে পাল্টে ফেলতে হবে। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। প্রশাসন-পুলিশকে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন : ‘ময়দানে মিটিং আর আমি গৃহবন্দি, অকল্পনীয়’, ব্রিগেডের আগে বুদ্ধ-বার্তা

নির্বাচন কমিশনের কাছে শুভেন্দুর দাবি, নবান্নে নির্বাচনী সেল খোলা হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে এই সেল চালানো যাবে না। ম্যাম-ম্যাম করা লোকেদের নবান্নে বসিয়ে ইলেকশন করা যাবে না। না হলে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে না।’

ডানকুনিতে বিজেপির যে ‘রথযাত্রা’ কর্মসূচির সূচনা করলেন শুভেন্দু অধিকারী, তার পাল্টা কর্মসূচি নিয়েছে তৃণমূলও। স্রেফ মোবাইল অ্যাপ নয়, ভোটের প্রচারের এবার ‘দিদির দূত’ হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতারা।

সূত্র: জিনিউজ
এন এ/ ২৭ ফেব্রুয়ারি

Back to top button