ক্রিকেট

আগামী বছরে বাংলাদশে সফরে আসবে পাকিস্তান দল

ঢাকা‌, ১৪ অক্টোবর- আগামী দুই বছরের সূচি অনুযায়ী আগামী বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। নভেম্বর-ডিসেম্বরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

সূচি অনুযায়ী ২০২২ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপেরও আয়োজন করবে পাকিস্তান। ২০২১ সালের এশিয়া কাপ হবে শ্রীলংকায়। আগামী দুই বছরে দুটি এশিয়া কাপ ছাড়াও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেবে পাকিস্তানিরা।

আরও পড়ুন: প্রধান নির্বাচকপদ থেকে পদত্যাগ করছেন মিসবাহ

আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী ১০টি দেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে পাকিস্তান। আগামী বছর বাংলাদেশের সামনেও ঠাসা সূচি। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ রয়েছে।

ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা।এর পর জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে যাওয়ার সূচি রয়েছে বাংলাদেশের সামনে। সেপ্টেম্বর-অক্টোবরে ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করে যাওয়ার পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবেন তামিম, মুশফিকরা। বছরের শেষ দিকে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিপক্ষেও সূচি রয়েছে টাইগারদের।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/১৩ অক্টোবর

Back to top button