পশ্চিমবঙ্গ

পর পর ১১ জনকে পিষে দিল ট্রাক! বর্ধমানের পালসিটে ভয়াবহ দুর্ঘটনা

বর্ধমান, ২৪ ফেব্রুয়ারি – রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১১ জনকে পর পর পিষে দিল ট্রাক৷ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পালসিটে৷ এই ঘটনায় ইতিমধ্যেই অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর৷ আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশ্যালিটি শাখা অনাময়ে ভর্তি করা হয়েছে৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর৷

জানা গিয়েছে, পালসিট টোল প্লাজার কাছে রেল স্টেশনের নীচে ২ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটেছে৷ বেশ কিছু মানুষ সেখানে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন৷ অভিযোগ, আচমকাই কলকাতার দিক দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একের পর এক মানুষকে পিষে দেয়৷ কোনওক্রমে সরে গিয়ে রক্ষা পান কয়েকজন৷ কিন্তু ট্রাকের চাকায় পিষ্ট হন মোট এগারো জন৷

আরও পড়ুন : ভোটের দায় বড় দায়, মাঝসমুদ্রে নৌকো থেকে ঝাঁপ মারলেন রাহুল গান্ধী

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পালসিট স্টেশনে নেমে অনেকেই ওই জায়গা থেকে বাস ধরেন৷ সন্ধের মুখে কাজ সেরে বহু মানুষ বাড়ি ফিরছিলেন৷ ফলে ভিড়ও ছিল বেশি৷ তাছাড়াও জনবহুল এলাকা হওয়ায় সাইকেল, মোটরবাইক নিয়েও অনেকে সেখানে ছিলেন৷ এই ঘটনার পরই দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, ওই জায়গাটি দুর্ঘটনাপ্রবণ৷ বার বার সেখানে দুর্ঘটনা ঘটলেও পুলিশ, প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ তৈরি হয়নি সাবওয়েও৷ পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়৷

তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি৷ দুর্ঘটনা ঘটিয়ে সেটি পালায়৷ ঘাতক ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

সূত্র : নিউজ ১৮
এন এ/ ২৪ ফেব্রুয়ারি

Back to top button