পশ্চিমবঙ্গ

তৃণমূলে যোগ দিলেন শিক্ষাবিদ, ক্রীড়া ও অভিনয় জগতের এক ঝাঁক তারকা

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার তৃণমূলে যোগ দিয়েছেন টালিউডের অন্যতম নির্মাতা রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়নী ঘোষসহ কয়েকজন তারকা। এর মধ্যে রয়েছেন সুদেষ্ণা রায়, মানালী দে, জুন মালিয়া, অভিনেতা কাঞ্চন মল্লিক প্রমুখ।

এছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারিও। আজ বুধবার টালিগঞ্জের একঝাঁক তারকা তৃণমূলে যোগ দেওয়ার পর সায়নী ঘোষকে নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : ‘বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার’, রাকেশ সিং-র গ্রেফতারির পর বিস্ফোরক মেয়ে

তিনি বলেন, সায়নী টুইটারে দুটো কথা বলেছিলেন। তারপর থেকেই সায়নীকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। কেন সায়নীকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে বলে প্রকাশ্য জনসভা থেকে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।

সম্প্রতি টেলিভিশন চ্যানেলের টক শো-তে হাজির হয়ে বিতর্কে জড়ান সায়নী ঘোষ। তিনি দুর্গাপূজায় গরুর মাংস রান্না করেন বলে মন্তব্য করেন। টক শোয়ে সায়নীর ওই মন্তব্যের পরপরই জোরালো সমালোচনার মুখে পড়েন তিনি।

সায়নীকে সমর্থন করেছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। সায়নীকে সমর্থন করায় দেবলীনা দত্তর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বিজেপি এক নেতা। এ নিয়ে বেশ কিছুদিন সরগরম ছিল টালিউড।

আলোচিত ওই ঘটনার পর এবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন অভিনেত্রী সায়নী ঘোষ।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২৪ ফেব্রুয়ারি

Back to top button