ক্রিকেট

রূপালি পর্দায় আসছে মুরালিধরনের বায়োপিক ‘৮০০’

কলম্বো, ১৪ অক্টোবর- ক্রিকেট মাঠে শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনের অসংখ্য কীর্তি রয়েছে। মাঠের পারফরম্যান্সে নিজেকে কিংবদন্তির আসনে নিয়ে গেছেন এই লঙ্কান গ্রেট। ক্যারিয়ারের বিভিন্ন বিতর্ককে পেছনে ফেলে সাদা এবং রঙিন পোষাকে আপন আলোয় হয়েছেন ভাস্বর।

সেই শ্রীলঙ্কান গ্রেটকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। টেস্টে মুরালির সেই ঐতিহাসিক ল্যান্ডমার্ক আটশ উইকেটকে মুভির প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর তাই সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারীর বায়োপিকের নাম নির্ধারণ করা হয়েছে, সাদা পোষাকে তার উইকেটসংখ্যা ‘৮০০’।

আন্তর্জাতিক অঙ্গনে ১৩৩৪ উইকেটশিকারী মুরালির জীবনের ক্রিকেটীয় কীর্তি উঠে আসবে তার এই বায়োপিকে। কেবল ক্রিকেটীয় জীবনের বিভিন্ন ঘটনা নয়, মুরালি তার বায়োপিক করার অনুমতি দিয়েছেন; কারণ, তিনি মনে করেছেন, ব্যক্তি মুরালি কী ছিলেন সেটা জানার অধিকারও মানুষের রয়েছে।

শ্রীলঙ্কান এই গ্রেট নিজের বায়োপিক ‘৮০০’ নিয়ে বলেন, ‘যখন তারা আমার কাছে আমার জীবন নিয়ে ছবি বানানোর পরিকল্পনার কথা জানিয়েছে, আমি রাজি হয়েছি কেবল একটা কারণে। আমি জানি, ক্রিকেট মাঠে আমি যা যা রেকর্ড গড়েছি, ভেঙেছি সে বিষয়ে মানুষ প্রায় সবই জানে। তবে এখন তাদের জানা উচিত, মুত্তিয়া মুরালিধরন কেবল একজন ব্যক্তি নয়।’

আরও পড়ুন: প্রধান নির্বাচকপদ থেকে পদত্যাগ করছেন মিসবাহ

মুরালিধরনকে নিয়ে এই সিনেমাটি পরিচালনা করবে দক্ষিণ ভারতের তামিল ইন্ডাস্ট্রির পরিচালক এম এস শ্রীপাঠী। আর প্রযোজক প্রতিষ্ঠান হিসেবে থাকছে মুভি ট্রেইন মোশন পিকচার্স এবং ডার মোশন পিকচার্স।

এই মুভিতে মুরালির চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে তামিল ইন্ডাস্ট্রির নায়ক বিজয় সেতুপতিকে। তবে তার স্ত্রীর চরিত্রের জন্য এখনো কাউকে বেছে নেওয়া হয়নি। ২০২১ সালের প্রথম দিকেই সিনেমার শুটিংয়ের কাজ শুরু হতে পারে। ঐ বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে, মুরালির বায়োপিক ‘৮০০’। তামিল ভাষায় সিনেমাটি নির্মাণ করলেও বিভিন্ন ভাষায় এর ডাবিং করা হবে।

এই সিনেমাতে মুরালির চরিত্রে অভিনয় করতে যাওয়া সেতুপতি বলেন, ‘আমরা কেবল দেখেছি বল তার হাত থেকে বেরিয়ে ঘুরতে শুরু করেছে, আসলে এটি এসেছে তার হৃদয় থেকে। সবাই মুত্তিয়া মুরালিধরনকে কেবল একজন বোলার হিসেবে চিনে, আমি এই কিংবদন্তি হয়ে ওঠার পেছনের গল্প তুলে ধরতে চাই।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৪ অক্টোবর

Back to top button