পশ্চিমবঙ্গ

বিদেশে টাকা পাচারের অভিযোগে এবার ইডি–র তলব ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনীকে

কলকাতা, ২২ ফেব্রুয়ারি – ‌অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পর এবার কি ফিরহাদ হাকিমের পরিবারের ওপর নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার?‌ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (‌ইডি)‌ সাম্প্রতিক গতিবিধি দেখে এমনটাই মনে করা হচ্ছে। ইডি সূত্রে খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে অসঙ্গতির অভিযোগে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিশ পাঠিয়েছে ইডি। তাঁকে তলবও করা হয়েছে।

ইডি–র অভিযোগ, গত কয়েকবছর ধরে একাধিকবার বিদেশে গিয়েছেন প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার। এক বিদেশি অভিনেত্রীর মাধ্যমে বিদেশে টাকা পাচার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সে কারণেই একাধিক ব্যাঙ্কে প্রিয়দর্শিনীর অ্যাকাউন্টে লেনদেনের ওপর নজরদারি করা হচ্ছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই ইডি–র তদন্তকারীরা তলব করেছেন প্রিয়দর্শিনীকে। তাঁর বাড়িতে গিয়েই নোটিশ দিয়ে এসেছেন ইডি–র আধিকারিকরা।

আরও পড়ুন : ‘আমি একজন মুসলিম, তাই আমাকে বাধা দেওয়া হচ্ছে’

এ ব্যাপারে ফিরহাদ হাকিম অবশ্য বলেছেন, ‘‌এমন কিছু শুনিনি। এ বিষয়ে আমি কিছুই জানি না।’‌ ইডি সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই ফিরহাদ–কন্যা প্রিয়দর্শিনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের ওপর নজর রাখছিলেন গোয়ান্দারা। কার মাধ্যমে কীভাবে টাকা পাচার হয়েছে তা খতিয়ে দেখছেন তাঁরা। উল্লেখ্য, সিইএসসি–র সোশ্যাল মিডিয়া বিভাগে কর্মরত প্রিয়দর্শিনী এ নিয়ে প্রকাশ্যে এখনও কোনও মন্তব্য করেননি।

সূত্র: হিন্দুস্থান টাইমস
এন এ/ ২২ ফেব্রুয়ারি

Back to top button