নোয়াখালী

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী, ২১ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে কুরুচিপূর্ণ মিথ্যাচার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জের পেশকার হাট রাস্তার মাথায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

আরও পড়ুন : সেভিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে এক পা ম্যানইউ’র

এসময় তিনি বলেন, ‘সত্যবচন নামধারী কাদের মির্জার এ চরিত্র নতুন কিছু নয়। আশির দশক থেকে চলমান রয়েছে। স্থানীয়ভাবে রাজনীতি করতে গিয়ে তার মতের বিরুদ্ধে কেউ গেলেই নেমে আসতো নির্যাতন।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি পৌরসভার ভোটকে সামনে রেখে মোটা অংকের চাঁদাবাজির তথ্যও আমাদের কাছে আছে। পক্ষান্তরে ভূতের মুখে রাম নাম। এ যেন সত্যবচনের নামে মিথ্যাচারের রঙমেলা।’

সংবাদ সম্মেলনের পর তিনি আগামী সোমবার বিকাল ৩টায় বসুরহাট পৌরসভার রুপালী চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব রশিদ মঞ্জু, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিব আহসান আলাল, চরকাঁকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, ৭ নম্বর মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম শাহিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত, উপজেলা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ, ৮ নম্বর চর এলাহী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশার প্রমুখ।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২১ ফেব্রুয়ারি

Back to top button