নোয়াখালী

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৭ ডাকাত আটক

নোয়াখালী, ২১ ফেব্রুয়ারি – অস্ত্রসহ ৭ ডাকাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় নোয়াখালী জেলার হাতিয়া থানার জাগলার চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ডাকাত দলের প্রধান মো. দিদার (২৪), শ্রী হরি কমল (৩৫), মো. মইনউদ্দিন (৩৮), মো. মাসুদ হোসেন (২১), মো. আকবর (২২), মো. সাদ্দাম হোসেন (২৩) ও মো. বাবু (২৯)।

আরও পড়ুন : কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

শনিবার রাতে (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন নোয়াখালী জেলার হাতিয়া থানার জাগলার চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৭ সক্রিয় ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু ‘টি দেশী পাইপগান, এক রাউন্ড কার্তুজ, তিনটি রামদা, একটি দা, চার টি মোবাইল ফোন-সহ ৩৪ হাজার ৯৭৭ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ এবং জন-নিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এন এইচ, ২১ ফেব্রুয়ারি

Back to top button