যশোর
রেললাইনে গান শোনায় মগ্ন দুই যুবকের মৃত্যু
যশোর, ১৪ অক্টোবর- যশোরের অভয়নগরে রেললাইনের ওপর বসে মোবাইল ফোনের স্পিকারে গান শুনছিলেন তিন যুবক। এ সময় ট্রেন এলেও টের পাননি তাঁরা। ফলে ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নিহতরা হলেন ঘাটকেন্দ্রিক মাল্টি কন্ট্রোল কম্পানির সার্ভেয়ার লিটু শেখ ও ঘাট শ্রমিক হোসেন আলী।
আরও পড়ুন: মহানবীকে নিয়ে কটূক্তি করায় যবিপ্রবি শিক্ষার্থী কারাগারে
এ ঘটনায় গুরুতর আহত হন আরেকজন। গত সোমবার রাতে বেঙ্গলগেট-সংলগ্ন বটতলা এলাকায় যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে যশোর জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: কালের কন্ঠ
আর/০৮:১৪/১৪ অক্টোবর