যশোর

যশোরে নির্বাচনি প্রচারণাকালে কাউন্সিলর প্রার্থীর কর্মী খুন

যশোর, ১৭ ফেব্রুয়ারি – যশোরে নির্বাচনি প্রচারণাকালে কাউন্সিলর প্রার্থীর কর্মী খুন হয়েছেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত কর্মী পারভেজ হোসেন (৩২) সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পূর্ব পাড়ার তোতা মিয়ার ছেলে ও শহরের ঘোপ ধানপট্টি এলাকার বাসিন্দা।

মঙ্গলবার রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, যশোর পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগ কর্মীদের নিয়ে মঙ্গলবার রাতে তার পানির বোতল প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণায় নামেন। তার সাথে ছিলেন কর্মী পারভেজ, রহিম, রাসেলসহ ৭-৮জন। তারা ঘোপ সেন্ট্রাল রোড বউবাজারের আনোয়ারের বাড়ির সামনে পৌঁছালে মুখোশ পরা ৪-৫ জন সন্ত্রাসী পেছন দিক থেকে এসে পারভেজকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এসময় পারভেজ মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা লোকজন দৌড়ে পাশেই তছলিমের বাড়িতে চলে যান। সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফ তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : জনসভায় গণ পকেটমার, একজনকে গণধোলাই

নিহত পারভেজের খালা রওশনারা ও রহিমা বলেন, ‘৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী পারভেজকে ছুরিকাঘাত করেছে বলে ঘোপ ৩ নম্বর পৌর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মুকসিমুল বারী অপু তাদের জানান। খবর পেয়ে তারা হাসপাতালে এসে পারভেজকে মৃত অবস্থায় দেখতে পান।’

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, এই ঘটনার সাথে জড়িত অভিযোগে রাসেল নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ১৭ ফেব্রুয়ারি

Back to top button