জাতীয়

বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেয়ার কোন সিদ্ধান্ত হয়নি : স্বাস্থ্যসচিব

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার সাংবাদিকদের সামনে এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী ঢাকা শহর গড়ে উঠবে : স্থানীয় সরকারমন্ত্রী

স্বাস্থ্যসচিব বলেন, বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত হয়নি।

দেশে চলমান টিকাদান কর্মসূচি সম্পর্কে স্বাস্থ্যসচিব বলেন, চমৎকার পরিবেশে টিকা দেওয়া হচ্ছে। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কভিড টিকা কার্যক্রম। কোথাও কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। টিকার প্রাপ্তি নিয়ে কোনো সংশয় নেই।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি

Back to top button