দেশে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ টাকা, মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ

ঢাকা, ০১ জানুয়ারি – ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাবেক নেতা তাসনিম জারা তার নির্বাচনি হলফনামায় বাংলাদেশের চিকিৎসক পেশা থেকে বার্ষিক ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা আয়ের পাশাপাশি ব্রিটিশ পাউন্ডে ৩,২০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা) বিদেশি আয়ের তথ্য ঘোষণা করেছেন। এর ফলে তার মোট বার্ষিক আয় দাঁড়ায় প্রায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।
হলফনামায় আরও উল্লেখ রয়েছে, তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা)।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামার তথ্য অনুযায়ী, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং তিনি গত বছর ৩৪ হাজার ৫৭ টাকা আয়কর পরিশোধ করেছেন। তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি কিংবা অকৃষিজমির মালিক নন। ব্যাংকে তার সঞ্চয় মাত্র ২৬৪ টাকা।
ঘোষণায় আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং কোনো ঋণ, দায় বা সরকারি বকেয়াও নেই। গয়নার মূল্য তার ঘোষণায় ২ লাখ ৫ হাজার টাকা। নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ পাউন্ড। ব্যক্তিগত ব্যাংক হিসাবেও তার জমা রয়েছে ১০ হাজার ১৯ টাকা।
তাসনিম জারা পেশাগতভাবে একজন চিকিৎসক, এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ একজন উদ্যোক্তা ও গবেষক। তিনি ঢাকার খিলগাঁও এলাকার চৌধুরী পাড়ার বাসিন্দা। তার জন্ম ৭ অক্টোবর ১৯৯৪ সালে, এমএসসি ডিগ্রি ধারী। তার মায়ের নাম আমেনা আখতার দেওয়ান এবং বাবার নাম ফখরুল হাসান।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ জানুয়ারি ২০২৬









