জাতীয়

খালেদা জিয়ার দাফন নির্বিঘ্ন করতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনীসহ রাষ্ট্রীয় সব দপ্তর

ঢাকা, ৩১ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন নির্বিঘ্ন করতে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়, আগামীকাল বুধবার বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠান এবং তাকে শহিদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন নির্বিঘ্নে সম্পন্নের জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর।

আরও জানানো হয়, আজ প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ ভবন এলাকায় এ বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী, সব ধরনের প্রস্তুতি সুচারুভাবে সম্পন্ন করা হচ্ছে। জাতীয় এ নেতার জানাজায় দেশের সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে অংশ নিতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language