জাতীয়
সহকারী পুলিশ সুপার হলেন ৩৪ পরিদর্শক
ঢাকা, ১৩ অক্টোবর- সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ৩৪ জন পরিদর্শক। মঙ্গলবার ডিএমপির উপ–পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা–১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।
আরও পড়ুন: মহানবীকে নিয়ে কটূক্তি করায় যবিপ্রবি শিক্ষার্থী কারাগারে
তিনি জানান, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকের মধ্যে নিরস্ত্র শাখার ১৫ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সশস্ত্র শাখার ১৬ জন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) এবং শহর ও যানবাহন শাখার ৩ জন পুলিশ পরিদর্শককে (শহর ও যানবাহন) সহকারী পুলিশ সুপার পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আর/০৮:১৪/১৩ অক্টোবর