ক্রিকেট

পিসিবি সভাপতির ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ

ইসলামাবাদ, ২৪ ডিসেম্বর – যুব এশিয়া কাপ ঘিরে বিতর্ক যেন থামছে না। এবার ভারতের ক্রিকেটারদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ তুললেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দ্বারস্থ হচ্ছেন তিনি।

দুবাই থেকে পাকিস্তানে ফিরে ভারতীয় দলের বিরুদ্ধে অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগে সুর চড়িয়েছেন নকভি। ভারতের কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে খেলা চলাকালীন অতিআগ্রাসী আচরণের অভিযোগ উঠেছে।

পাকিস্তানের সাংবাদমাধ্যমকে নাকভি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে সারাক্ষণ ভারতের ক্রিকেটাররা নানা ভাবে উত্যক্ত করেছে পাকিস্তানের খেলোয়াড়দের। আমরা আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানাব। খেলা এবং রাজনীতিকে সব সময় আলাদা রাখা উচিত।’’

নাকভির আগে ভারতীয় দলের আচরণ নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদও। তিনি বলেছিলেন, ‘ফাইনালে ভারতের ক্রিকেটারদের আচরণ যথাযথ ছিল না। ক্রিকেটীয় সৌজন্যের পরিপন্থী ছিল ওদের আচরণ। তা-ও আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর সৌজন্য বজায় রেখে উৎসব করেছি। রীতিনীতি মেনে ক্রিকেট খেলা উচিত সব সময়। আমরা এভাবেই ক্রিকেট খেলি। কিন্তু ভারত তা করে না।’

প্রসঙ্গত, মাস তিনেক আগে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। যদিও নানা নাটকীয়তায় এখনও সেই ট্রফি সূর্যকুমার-বুমরাহরা ছুঁতে পারেননি। এরই মাঝে গত রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হয়েছিল। যেখানে শেষ হাসি হেসেছে পাকিস্তানি যুবারা।

ভারত-পাকিস্তান যুব দল দুটির এই লড়াই হয়েছে একেবারে একপেশে। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৩৪৮ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৬.২ ওভারেই ১৫৬ রানে অলআউট। যুব এশিয়া কাপের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language