জাতীয়

বিএনপির মশাল মিছিলে পুলিশের হামলা

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – রাজধানীর পুরানা পল্টন থেকে কাকরাইলের দিকে যাওয়ার সময় বিএনপির মশাল মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

বুধবার সন্ধ্যায় মিছিল বের করলে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করে বিএনপি।

আরও পড়ুন : চতুর্থ দিনে টিকা নিলেন দেড় লক্ষাধিক মানুষ

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় ও আসাদুল করিম শাহীনের নেতৃত্বে মিছিলটি পুরানা পল্টন থেকে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ অতর্কিত হামলা করে। এ সময় পুলিশের হামলা ও লাঠি পেটায় গোলাম মওলা শাহীন, কাউসার, সোহেলসহ ৫-৬ জন নেতাকর্মী আহত হন। পুলিশ যুবদল নেতা শরীফসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

রিজভী বলেন, ‘মশালে আগুন ধরিয়ে কেবল মিছিল শুরু করলে পুলিশ তাদের মিছিলে হামলা করে ৫-৬ জনকে আহত করে। এ সময় পুলিশ চারজনকে আটক করেছে।’

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১১ ফেব্রুয়ারি

Back to top button