জাতীয়

আসিফ মাহমুদের বিজয় র‍্যালি পরিণত হলো প্রতিবাদ মিছিলে

ঢাকা, ১২ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রশাসনের কাছে জবাব চেয়ে মিছিল করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয় র‍্যালি মিছিলে অংশ নিয়েছেন।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) তার নির্বাচনি এলাকার মানুষের উদ্যোগে এ বিজয় র‍্যালি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি-কলাবাগান-সায়েন্স ল্যাব এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলে রিকশার ওপর দাঁড়িয়ে আসিফ মাহমুদকে স্লোগান দিতে দেখা যায়। অসংখ্য মানুষ মিছিলে অংশ নেন।

এ সময় আসিফকে বলতে শোনা যায়, ‘হাদি ভাই ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই।’ সহ নানা স্লোগানে দেওয়া হয়।

মিছিলে অংশ নেয়া মানুষের কণ্ঠে একই রকম স্লোগান শোনা যায়। এ সময় তারা ‘অ্যাকশন-অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে থাকেন।

আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন আসিফ মাহমুদ।

এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১২ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language