জাতীয়

‘টিকাগ্রহণের বয়সসীমা আরও কমানোর সম্ভাবনা আছে’ : সালমান এফ রহমান

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – টিকাগ্রহণের বয়সসীমা আরও কমানোর সম্ভাবনা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আরও পড়ুন : ‘জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে’ : শাজাহান খান

সালমান এফ রহমান বলেন, টিকা প্রদানের বয়সসীমা কমলে মানুষের আগ্রহ আরও বাড়বে বলে আমরা মনে করছি। প্রধানমন্ত্রী বয়সটা আরও রিল্যাক্স করার কথা ভাবছেন।

তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী সাহসী সিদ্ধান্ত না নিতেন তাহলে এত দ্রুত আমরা টিকা পেতাম না। টিকা অনুমোদনের আগে প্রধানমন্ত্রী ৬০ মিলিয়ন ডলার অগ্রিম দিতে রাজি হয়েছিলেন। এই কারণে অনেক দেশের আগে আমরা টিকা পেয়েছি।

এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে সালমান এফ রহমান এমপি টিকা নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পৌঁছান।

সূত্র : আরটিভি
এন এইচ, ১০ ফেব্রুয়ারি

Back to top button