জাতীয়
খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখে, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত

ঢাকা, ০১ ডিসেম্বর – খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক ভাবে না দেখে, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
রোববার (৩০ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি।
হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তামিম বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই দোয়া করি। আমি অসুস্থ থাকলে তার পরিবার আমার খোঁজ নিয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি। খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক ভাবে না দেখে, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ ডিসেম্বর ২০২৫









