জাতীয়

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন সোহেল তাজ

ঢাকা, ২৯ নভেম্বর – সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা লেখেন।

সোহেল তাজ লিখেছেন, “সারা বাংলাদেশের মানুষের সঙ্গে আমিও মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আমিন।”

উল্লেখ্য, ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থরাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৯ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language