জাতীয়

জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন এনসিপি নেতা আখতার

ঢাকা, ২৯ নভেম্বর – রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে চিকিৎসারত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৮ নভেম্বর) ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে গিয়ে সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন আখতার হোসেন। পরে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এদিকে ডা. তাহেরের দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কয়েক দিন ধরে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

জামায়াত আমির তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেছেন। একইসঙ্গে তার আশু আরোগ্যের জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৯ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language