গাজীপুর

গাজীপুরে কারখানায় মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

গাজীপুর, ২৮ নভেম্বর – গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় মেশিন বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ২ শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে প্রথমে সফিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

দগ্ধরা হলেন—উপজেলার মাটিকাটা এলাকার মো. বাবুল হোসেন (১৮) এবং পূর্ব চান্দরা এলাকার মো. রবিউল ইসলাম (২৩)।

কারখানার শ্রমিকরা জানান, বিকেলে পানির ট্যাংক তৈরির কাজ চলাকালীন একটি মেশিন অতিরিক্ত গরম হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। আশপাশের শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। তবে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হন।

মর্ডান হাসপাতালের চিকিৎসক তানিয়া আক্তার বলেন, আগুনে বাবুলের প্রায় ৪৫ শতাংশ এবং রবিউলের ১৫ শতাংশ শরীর পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, মেশিন অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণ ঘটে। দগ্ধ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ক্ষতি হয়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মনির হোসেন বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৮ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language