জাতীয়

প্রায় চার ঘণ্টা ধরে পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস

ঢাকা, ২৫ নভেম্বর – প্রায় চার ঘণ্টা ধরে পুড়ছে রাজধানীর কড়াইল বস্তি। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাত্রা বাড়ছে আগুনের। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে, এরপর সরু গলির কারণে গাড়িগুলো অনেকটা দূরে রেখেই দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হয়। কিছু সময় পর গাড়িতে থাকা পানি শেষ হতে থাকে। পানি সংকট ও দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পানি শেষ হয়ে যাওয়ায় খালের পাড়ে তিনটি জেনারেটর লাগানো হয়েছে। তিনটি জেনারেটর দিয়ে সেচপাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী রাত সাড়ে আটটার দিকে বলেন, উত্তর পূর্ব দিকে আগুনের তীব্রতা বেশি, সেদিক হয়েই আগুনটা ছড়াচ্ছে। বাকি অংশে আগুন কিছুটা নিয়ন্ত্রণে।

তিনি বলেন, শুরুতে মানুষের ভিড় এবং সরু গলির কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি। আরও শক্তি বাড়ানোর চেষ্টা করছি।

এদিকে,আগুনে কেউ হতাহত হয়েছে কি-না, সেটি এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। আগুনের সূত্রপাত সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language